চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

১১ ঘণ্টা অপারেশন শেষে যমজ দুই শিশুকে আলাদা করলেন সৌদি ডাক্তার

প্রকাশ: ১৩ জানুয়ারি, ২০২৩ ২:৪৯ : অপরাহ্ণ

ডাক্তার আবদুল্লাহ আল রাবিয়ার নেতৃত্বে সৌদি আরবের রিয়াদে কিং আব্দুল্লাহ বিশেষায়িত শিশু হাসপাতালে ইরাকি যমজ দুই শিশুকে অস্ত্রপচারের মাধ্যমে আলাদা করা হয়েছে। খবর সৌদি গ্যাজেট

দুই পবিত্র মসজিদের পরিচালক ও তত্ত্ববধায়ক কিং সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের নির্দেশে এ অস্ত্রপচার করা হয়।

ডাক্তার আল রাবিয়া বলেন, শিশু দুটি আলাদা করার আগে তারা একটি লিভার ভাগ করে নিতেন। সফলভাবে তাদের আলাদা করা হয়েছে।

দুই শিশুকে আলাদা করতে পেরে পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক এবং ক্রাইন প্রিন্স সালমানের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ডাক্তার আল রাবিয়া।

বৃহস্পতিবার ওই সার্জারির মাধ্যমে শিশু দুটিকে আলাদা করার মাধ্যমে এ নিয়ে সৌদি আরবে ৫৪টি জোড়া লাগানো শিশুকে আলাদা করা হয়।

Print Friendly and PDF