চট্টগ্রাম, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভর্তুকি কমাতে বিদ্যুতের দাম সামান্য বাড়ানো হয়েছে : তথ্যমন্ত্রী

প্রকাশ: ১৩ জানুয়ারি, ২০২৩ ২:৩৯ : অপরাহ্ণ

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি তেল ও বিদ্যুতের দাম যেভাবে বেড়েছে আমাদের দেশে সেভাবে বাড়েনি, শুধু ভর্তুকি কমানোর জন্যই বিদ্যুতের দাম সামান্য বাড়ানো হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে রাজশাহী সার্কিট হাউজে প্রধানমন্ত্রীর রাজশাহী আগমনের প্রস্তুতি সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসক কথা বলেন।

এসময় মন্ত্রী বিএনপির আন্দোলন ও গণ অবস্থানের হাঁক ডাক হাঁসে ডিম পাড়ার আগে যে হাঁক ডাক দেয় তার সঙ্গে তুলনা করেন।

পরে মন্ত্রী রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দেন।

Print Friendly and PDF