চট্টগ্রাম, রোববার, ৫ জানুয়ারী ২০২৫ , ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির হাজার প্রপার্টি: হাইকোর্টে রিটের শুনানি রোববার

প্রকাশ: ১২ জানুয়ারি, ২০২৩ ১১:৫৭ : পূর্বাহ্ণ

দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির হাজার প্রপার্টির বিষয়ে অনুসন্ধান চেয়ে হাইকোর্টের রিটের শুনানির জন্য আগামী রোববার (১৫ জানুয়ারি) দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ রিট শুনানির জন্য এই দিন ধার্য করেন।

এর আগে একই দিন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুবির নন্দি দাস। রিটে দুদক, অর্থসচিব, বাণিজ্যসচিব,পররাষ্ট্রসচিবকে বিবাদী করা হয়।

আগের দিন বুধবার (১১ জানুয়ারি) দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশির হাজার প্রপার্টি সংক্রান্ত গণমাধ্যমে আসা সংবাদের বিষয়টি হাইকোর্টের নজরে আনা হয়।

মঙ্গলবার (১০ জানুয়ারি) প্রকাশিত সংবাদে বলা হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজের সংগৃহীত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে ইইউ ট্যাক্স অবজারভেটরি জানিয়েছে, বাংলাদেশে তথ্য গোপন করে দুবাইয়ে প্রপার্টি কিনেছেন ৪৫৯ বাংলাদেশি।

২০২০ সাল পর্যন্ত তাদের মালিকানায় সেখানে মোট ৯৭২টি প্রপার্টি ক্রয়ের তথ্য পাওয়া গেছে। কাগজে-কলমে যার মূল্য সাড়ে ৩১ কোটি ডলার।

Print Friendly and PDF