চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

উন্নত সমৃদ্ধ দেশ গড়ে বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করা হবে: প্রধানমন্ত্রী

প্রকাশ: ১১ জানুয়ারি, ২০২৩ ১১:৪৮ : পূর্বাহ্ণ

জয় বাংলা বলেই এগিয়ে যাবে বাংলাদেশ। উন্নত সমৃদ্ধ দেশ গড়ে শোধ করা হবে বঙ্গবন্ধুর রক্তের ঋণ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সংসদে বিশেষ আলোচনায় এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সংসদে বিশেষ আলোচনায় এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অনেক সংকটের মধ্যেও উন্নত বাংলাদেশ গড়ার কাজ করছে তার সরকার।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে আলোচনায় অংশ নেন জ্যেষ্ঠ সংসদ সদস্যরা। বক্তব্য রাখেন বিরোধী দলের এমপিরাও।

আলোচনায় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও তার স্বদেশ প্রত্যাবর্তনের ইতিহাস তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে সমৃদ্ধ দেশে পরিণত করতে চেয়েছিলেন। এখন জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ার কাজ চলছে। স্মার্ট বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

Print Friendly and PDF