চট্টগ্রাম, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘অপশক্তি ক্ষমতায় গেলে অসংখ্য লোককে মারবে’

প্রকাশ: ১১ জানুয়ারি, ২০২৩ ২:০৮ : অপরাহ্ণ

১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে বলে মন্তব্য করেছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযুষ বন্দোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদা।

মন্ত্রী বলেন, সাম্প্রদায়িক অপশক্তি এখনও ছদ্মবেশে বিরাজ করছে।

এই গোষ্ঠী ক্ষমতায় গেলে অসংখ্য লোককে মেরে দেশে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে। তাই স্বাধীনতার পক্ষের শক্তিকে ক্ষমতায় আনতে হবে।

সূত্র: নিউজ২৪

Print Friendly and PDF