প্রকাশ: ৯ জানুয়ারি, ২০২৩ ৪:৩৫ : অপরাহ্ণ
আগামী ২৫শে জানুয়ারি থেকে রাজধানীর পল্লবী স্টেশনে থামবে মেট্রোরেল। এমআরটি লাইন-৬ এর পল্লবী স্টেশনটি সেদিন থেকে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে। এছাড়া এদিন থেকে মেট্রোরেলের চলাচলের সময় আধা ঘন্টা পিছিয়ে সকাল আটটার পরিবর্তে সাড়ে আটটা করা হয়েছে।
আজ (সোমবার) দুপুরে রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সভাকক্ষে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
এর আগে, গত বছরের ২৮শে ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৯শে ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে মেট্রোরেল। এরপর থেকে মেট্রোরেল উত্তরা উত্তর (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও পর্যন্ত সরাসরি চলাচল করছে।