প্রকাশ: ৯ জানুয়ারি, ২০২৩ ১১:০৯ : পূর্বাহ্ণ
প্রায় দুই যুগ ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবানা। দীর্ঘ এই বিরতির পর ফের চিরচেনা ঢাকাই সিনেমার জগতে ফিরছেন তিনি। অভিনেত্রী হিসেবে নয়, এবার চলচ্চিত্র নির্মাণে হাত দেবেন জনপ্রিয় এই নায়িকা। সাথে রয়েছেন তার স্বামী প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক।
জানা গেছে, ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ করবেন শাবানা। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। শাকিবের বিপরীতে শাবানার পছন্দ বলিউড অভিনেত্রী কাজল অথবা বিদ্যা বালান। এমনটাই গণমাধ্যমকে জানিয়েছেন ওয়াহিদ সাদিক।
চলচ্চিত্রটি নির্মাণ করার কথা রয়েছে কলকাতার নির্মাতা রাজীব কুমার বিশ্বাসের। বাংলাদেশ থেকে একজন নির্মাতা থাকবেন বলে জানা গেছে। চলচ্চিত্রের গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। আগামী ১৬ জানুয়ারি তারা কলকাতা গিয়ে নির্মাতা রাজীব কুমারকে নিয়ে নায়িকার বিষয়টি চূড়ান্ত করবেন বলে জানা গেছে।
সিূত্র: যমুনা টিভি