চট্টগ্রাম, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ , ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জানা গেলো মেট্রোরেলে ১০ দিনের আয়

প্রকাশ: ৯ জানুয়ারি, ২০২৩ ৫:৪২ : অপরাহ্ণ

বাণিজ্যিকভাবে চালুর পর মেট্রোরেল থেকে প্রতিদিনই আয় আসছে। গত ১০ দিনে মেট্রোরেল থেকে আয় হয়েছে ৮৮ লাখ টাকা।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ২৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত মেট্রোরেলে ৯০ হাজার যাত্রী যাতায়াত করেছে। এতে আয় হয়েছে ৮৮ লাখ টাকা। এম এ এন সিদ্দিক আরো বলেন, আগামী ২৫ জানুয়ারি থেকে মেট্রোরেলে পল্লবী স্টেশনও যুক্ত হচ্ছে। এ নিয়ে তিনটি স্টেশনে থামবে মেট্রোরেল।

প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন। পরদিন থেকে বাণিজ্যিকভাবে চালু হয় মেট্রোরেল।

উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা সরকারের। আপাতত উত্তরা থেকে আগারগাঁও ১১ দশমিক ৭৩ কিলোমিটার পর্যন্ত মেট্রো চলবে।

Print Friendly and PDF