চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পেল নোমান গ্রুপ

প্রকাশ: ৫ জানুয়ারি, ২০২৩ ৪:৩০ : অপরাহ্ণ

সালাহ উদ্দীন কাদের:  রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০২০ বিজয়ী প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের সঙ্গে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনসহ অন্যন্য অতিথিরা। (আজ ৫ জানুয়ারি) সচিবালের সামনে ওসমানী স্মৃতি মিলনায়তনে শিল্প মন্ত্রণালয় অনুষ্ঠানটি আয়োজন করেন ।
ছয়টি শ্রেণিতে ২০ শিল্পপ্রতিষ্ঠান রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার-২০২০ পেয়েছে। এরমধ্যে নোমান গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান নোমান টেরি টাওয়াল মিলস লিমেটেড মাঝারি শিল্পের মধ্যে ১ ম স্থান অর্জন করেছেন। নোমান গ্রুপের পক্ষে নির্বাহী পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এর নিকট থেকে এ পুরস্কার গ্রহণ করেন।

ওসমানী সৃতি মিলনায়তন ঢাকা প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের হাতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ। বৃহৎ শিল্প শ্রেণিতে প্রথম পুরস্কার পেয়েছে, রানা অটোমোবাইলস লিঃ,ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল লিমিটেড, বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফারিহা স্পিনিং মিলিমিটেড, এনভয় টেক্সটাইল লিমিটেড এবং মাঝারি শিল্পের মধ্যে প্রথম স্থান অর্জন করেন নোমান গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান, নোমান টেরি টাওয়াল লিমিটেড । অন্যদের মধ্যে, মাসকোটেক্স লিমিটেড, এপিএস ডিজাইন ওয়াকস লিমিটেড, বেঙ্গল পলিমার ওয়্যারস লিঃ,অকো- টেক্সটাইল লিমিটেড।

ক্ষুদ্র শিল্পের মধ্যে, মাসকো ওবারসিজ লিঃ,আব্দুল জলিল লিঃ, প্যাসিফিক সী ফুড লিঃ,মাধবদী ডাইং ফিনিশিং মিলস লিঃ।
মাইক্রো শিল্প, মাসকো ডেইলি এন্টারপ্রাইজ,কুটির শিল্প, ইন্টেলিজেন্ট লিঃ, রংমেলা নারী কল্যান সংস্থা, হাইটেক শিল্প,ফেয়ার ইলেকট্রিক লিমিটেড, মীর টেলিকম লিমিটেড ও সার্ভিস ইঞ্জিন লিমিটেড। শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।

প্রসঙ্গত, দ্রুত শিল্পোন্নয়নের লক্ষ্যে জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করতে শিল্প মন্ত্রণালয় রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার দেয়।

Print Friendly and PDF