চট্টগ্রাম, রোববার, ৫ জানুয়ারী ২০২৫ , ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ উন্নত রাষ্ট্রগুলোর সাথে পাল্লা দিয়ে চলছে: কাদের

প্রকাশ: ৫ জানুয়ারি, ২০২৩ ১:০০ : অপরাহ্ণ

আধুনিকতার ছোঁয়ায় বাংলাদেশ এখন উন্নত রাষ্ট্রের সাথে পাল্লা দিয়ে চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাজধানীর তেঁজগাওয়ে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ৩০তম সম্মেলন উদ্বোধনকালে করে এসব বলেন কাদের।  এসময় বিএনপির সমালোচনা করে কাদের বলেন, বিএনপির হাঁকডাকে ঘোড়াও হাসে। তারা যদি শান্তিপূর্ণভাবে কিছু করে থাকে তাহলে তাদের শান্তিপূর্ণ অবস্থানকে স্বাগত জানাই।

তবে জানমালের ক্ষতি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তত্ত্বাবধায়ক সরকারের দাবি ডেড ইস্যু উল্লেখ করে কাদের বলেন, এদেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার আসবে না। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। যার প্রমাণ বিগত কয়েকটি নির্বাচনে দেখা গেছে। নির্বাচন কমিশন দেশে স্বাধীনভাবে কাজ করছে। সরকারের পরিবর্তন চাইলে সব দলকে অবশ্যই নির্বাচনে আসতে হবে।

Print Friendly and PDF