চট্টগ্রাম, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ , ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

স্মার্ট বাংলাদেশের সঙ্গে মিলিয়ে সেনাবাহিনীকে আরও স্মার্ট করা হবে: সেনাপ্রধান

প্রকাশ: ৫ জানুয়ারি, ২০২৩ ৪:৩২ : অপরাহ্ণ

স্মার্ট বাংলাদেশের সঙ্গে মিলিয়ে সেনাবাহিনীকে আরও স্মার্ট করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের দেলদুয়ারে শীতকালীন প্রশিক্ষণের সমাপনী শেষে এ কথা জানান সেনাপ্রধান। বলেন, ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে বাহিনীর গতিশীলতা বাড়ানো হচ্ছে। জনগণের আস্থা-ই সেনাবাহিনীর অস্তিত্ব।

সেখানে সেনাবাহিনী দ্বিতীয়বারের মতো লজিষ্টিকস ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ করে। যেখানে সাম্প্রতিককালের অস্ত্র ও সরঞ্জাম ব্যবহার করা হয়। শীতকালীন মহড়ায় সেনাবাহিনী নিজেদের দক্ষতা আর সক্ষমতা যাচাই করে নেয়। চূড়ান্ত মহড়ায় ব্যবহার করা হয় ট্যাংকারসহ আধুনিক গোলাবারুদ ও অস্ত্র।

Print Friendly and PDF