চট্টগ্রাম, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির সকল কর্মসূচিতে সর্তক দৃষ্টি রাখবে সরকার: তথ্যমন্ত্রী

প্রকাশ: ৪ জানুয়ারি, ২০২৩ ৩:০৮ : অপরাহ্ণ

গণঅবস্থানসহ বিএনপির সমস্ত কর্মসূচিতে সতর্ক দৃষ্টি ও পাহারা রাখবে সরকার ও আওয়ামী লীগ, জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনের প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি। বলেন, কোনোভাবেই বিএনপিকে ২০১৩ সালের মতো আগুন সন্ত্রাস করতে দেয়া হবে না।

ভারতে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো দেখানো নিয়ে সমস্যা হচ্ছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার মোটা অংকের টাকা দাবি করছে বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর কাছে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা হয়েছে। সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকার বিষয়টি খতিয়ে দেখবেন।

Print Friendly and PDF