প্রকাশ: ৪ জানুয়ারি, ২০২৩ ৪:৩৯ : অপরাহ্ণ
টানা চতুর্থ জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে বোর্নমাউথকে ৩-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। দাপুটে এই জয়ে শেষ চারে থাকার সম্ভাবনা আরও মজবুত হয়েছে টেন হাগের শিষ্যদের।
রোনালদোসহ বিভিন্ন ইস্যুতে বিপর্যস্ত ম্যান ইউ ধীরে ধীরে নিজেদের গুছিয়ে প্রতিফলন দেখাচ্ছে মাঠে। ঘরের মাঠে বোর্নমাউথকে হারিয়ে পয়েন্ট টেবিলে তিনে থাকা নিউ ক্যাসল ইউনাইটেডকে ধরে ফেলেছে তারা।
খেলার ২৩ মিনিটে ক্যাসিমিরোর দুরন্ত ফিনিশিংয়ে এগিয়ে যায় স্বাগতিকরা। এরিকসেনের নেয়া ফ্রি কিক থেকে আলতো টোকায় বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান মিড ফিল্ডার। ক্যাসিমিরো দলকে এগিয়ে নেয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান ২-০ করেন লুক শ। আর ৮৬ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের অ্যাসিস্ট থেকে তৃতীয় গোলটি করেন দারুণ ছন্দে থাকা রাশফোর্ড। ম্যাচে ফিরতে বেশ কয়েকটি আক্রমণ চালালেও গোল আদায়ে ব্যর্থ হয় বোর্নমাউথ।
সূত্র: যমুনা টিভি