চট্টগ্রাম, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু

প্রকাশ: ৪ জানুয়ারি, ২০২৩ ১২:৩৩ : অপরাহ্ণ

বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার ৭৫ বছর- প্লাটিনাম জয়ন্তীতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু করেছে। এ উপলক্ষে কার্জন হলে সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হতে থাকেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আফিস ইনানের নেতৃত্বে কেক কাটা হয়।

এ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবীর শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে নেতাকর্মীরা ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিষ্ঠার ৭৫ বছরে পদার্পণ- প্লাটিনাম জয়ন্তী পালনের বছরব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। যানজট এড়াতে শুক্রবার অনুষ্ঠিত হবে ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা।

বছরব্যাপী ছাত্রলীগের কর্মসূচি

৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি নিয়েছে ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাবির মধুর ক্যান্টিনে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সভাপতি সাদ্দাম হোসাইন। বছরব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কার্জন হলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বিকেলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। ৬ জানুয়ারি দুপুর আড়াইটায় প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা, ৫-৮ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান ও সংগৃহীত রক্ত বিতরণ এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। এ ছাড়া সুবিধাজনক সময়ে বাংলাদেশ ছাত্রলীগ বছরব্যাপী যেসব কর্মসূচি পালন করবে তার মধ্যে রয়েছে—দেশের ওয়ার্ড পর্যায় পর্যন্ত অনাবাদি জমিতে শাকসবজি ও ফল চাষ, মাছ ও গৃহপালিত পশুপালন ইত্যাদি উদ্যোগ গ্রহণ। মতবিনিময়, কনসার্ট, স্মারকগ্রন্থ প্রকাশ, আইডিয়া কনটেস্ট, সব সাংগঠনিক দলীয় কার্যালয়ে লাইব্রেরি প্রতিষ্ঠা, স্মার্ট বাংলাদেশ অলিম্পিয়াড ইত্যাদি।

Print Friendly and PDF