প্রকাশ: ৩ জানুয়ারি, ২০২৩ ১১:০৪ : পূর্বাহ্ণ
মেট্রোরেল পুরোপুরি চালু হলে রাজধানীর বাসগুলোতে সেবার মান আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, যাত্রীরা মেট্রোরেলমুখী হলে বাসমালিকরাও তাদের সেবার মান বৃদ্ধি করবেন। মূলত ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থেই সেবার মান বাড়বে বলে মনে করেন পরিবহন সংশ্লিষ্টরা।
কম সময়ে দ্রুত গন্তব্যস্থলে পৌঁছাতে মেট্রোরেলের ওপর যাত্রীদের নির্ভরশীলতা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে বাসের ওপর নির্ভরশীলতা কমবে। ফলে ব্যবসা টিকিয়ে রাখতে বাস মালিকরাও সেবার মান বৃদ্ধি করবেন বলে প্রত্যাশা যাত্রীদেরও।
সেলফি পরিবহন পরিচালক সানাউর রহমান বলেন, মেট্রোরেল চালু হলে ব্যবসার জন্য বাসের সেবার মানও বাড়াতে হবে। সব কিছুর সাথে তাল মিলিয়ে সমঝোতার মাধমে সেবার মান বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তিনি।
সেবার মান উন্নত করতে নানামুখী কর্মকাণ্ডের কথা জানিয়েছে বিআরটিসিও। বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, চালক ও সহযোগীদের প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে কথা হচ্ছে। বাসের সেবার মান বাড়ানোর প্রতি জোর দেন তিনিও। বলেন, মেট্রোরেলের সব রুট চালু হেলে এটি আরও বেশি ইতিবাচক প্রভাব ফেলবে।
সূত্র: যমুনা টিভি