চট্টগ্রাম, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ , ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বিএনপি নেতারা মুখ দেখাতে পারছে না: তথ্যমন্ত্রী

প্রকাশ: ৩ জানুয়ারি, ২০২৩ ১১:৩৩ : পূর্বাহ্ণ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি। তারা সমাবেশে ১০ লাখ মানুষের কথা বলে ৫০ হাজার মানুষের জমায়েত করেছে।

মঙ্গলবার সকালে বনানী কবরস্থানে সৈয়দ আশরাফুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ আরো বলেন, বিএনপির হাঁক-ডাক খালি কলসি বাজার মতো। তাদের আন্দোলনে জনসম্পৃক্ততা নেই। এমনকি দলের কর্মীরাও তাদের সঙ্গে নেই।

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে স্মরণ করে তিনি বলেন, তার মৃত্যু ছিল অপ্রত্যাশিত। দলের সাধারণ সম্পাদক হিসেবে পরিশীলিত ছিলেন তিনি। তার লোভ লালসা ছিল না। নতুন প্রজন্মের কাছে তার আদর্শ অনুসরণীয় হয়ে থাকবেন।

Print Friendly and PDF