চট্টগ্রাম, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ফানুস অপসারণ শেষে মেট্রো চলাচল শুরু

প্রকাশ: ১ জানুয়ারি, ২০২৩ ১০:৫০ : পূর্বাহ্ণ

মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে আটকে যাওয়া ফানুস অপসারণ শেষে সচল হয়েছে মেট্রো চলাচল। রোববার (১ জানুয়ারি) সকাল ১০টার দিকে সচল হয়েছে মেট্রোরেল।

এর আগে সকাল থেকেই সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে মেট্রোরেলের চলাচল। মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে শনিবার (৩১ ডিসেম্বর) রাতে ওড়ানো ফানুস আটকে যায়। এ কারণে ৮টা থেকে ১০টা পর্যন্ত উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। এ সময়ের মধ্যে মেট্রোরেলের ১১ দশমিক ৭৩ কিলোমিটার পথজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফানুস অপসারণের কাজ চলে। পরে সকাল ১০টার দিকে মেট্রোরেল চলাচল শুরু হয়।

Print Friendly and PDF