প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২২ ১০:৫৮ : পূর্বাহ্ণ
আবারও আলোচনায় পরীমণি। বছরের শেষদিন গভীর রাতে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে হইচই ফেলে দিয়েছেন তিনি। ওই পোস্টে রাজকে জীবন থেকে ছুটি দেয়ার কথা জানান ঢাকাই সিনেমার এই আলোচিত নায়িকা।
এ বিষয়ে একটি গণমাধ্যমকে পরীমণি বলেন, এখনো বিচ্ছেদ হয়নি। তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। শিগগির বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব।
শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডি থেকে দেয়া এক পোস্টে লেখেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।’
প্রসঙ্গত, ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে জড়ান পরীমনি ও শরিফুল রাজ। এরপর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। শরীফুল রাজ ও পরীমনির বিয়ের ঘটক ছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম আর উকিল বাবা ছিলেন রেদওয়ান রনি। গত ১০ আগস্ট রাজ-পরীর সংসারে আসে এক পুত্রসন্তান। যার নাম রাখা হয় শাহেম মুহাম্মদ রাজ্য।