চট্টগ্রাম, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাহির মনোনয়ন নিয়ে যা বললেন ডা. মুরাদ হাসান

প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২২ ১১:৪৬ : পূর্বাহ্ণ

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি এবার হতে চান ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হতে ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। এ বিষয়ে এবার কথা বলেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। গতকাল শুক্রবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

ডা. মুরাদ বলেন, ‘মাহিয়া মাহি আওয়ামী লীগের এমপি হলে এতে আমার কোনো মাথাব্যথা নেই কিংবা এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। এটি সম্পূর্ণ দলীয় বিষয়। ‘

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দলের সভানেত্রী, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চাচা; তারা যা ভালো মনে করবেন তাই সিদ্ধান্ত নেবেন। দলীয় মনোনয়ন বোর্ড আছে আওয়ামী লীগের, তারাও সিদ্ধান্ত নেবেন কে এমপি হবে, কে মনোনয়ন পাবে। ‘

প্রসঙ্গত, গত বছরের শেষ দিকে মাহিয়া মাহিকে নিয়ে ফোনালাপ ফাঁসকে কেন্দ্র করে মন্ত্রিত্ব হারান ডা. মুরাদ হাসান। বিষয়টি নিয়ে সে সময় বেশ জলঘোলা হয়েছে। বর্তমানে নিজের নির্বাচনী এলাকা জামালপুরে অবস্থান করছেন সাবেক এই তথ্য প্রতিমন্ত্রী।

সূত্র: নিউজ২৪

Print Friendly and PDF