চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি করা যাবে না: ডিএমপি কমিশনার

প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২২ ২:০৩ : অপরাহ্ণ

থার্টিফার্স্ট নাইটে ডিজে পার্টির আয়োজন করা যাবে না বলে জানিয়েছেন, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

শনিবার (৩১ ডিসেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে থার্টিফার্স্ট নাইট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি ছাড়াও, আতশবাজি ও ফানুস ওড়ানো নিষিদ্ধ থাকবে। সন্ধ্যা ৬টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতরা প্রবেশ করতে পারবেন না। এছাড়া, রাত ৮টার পর গুলশান, বনানী ও বারিধারা এলাকায় বহিরাগতের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

ডিএমপি কমিশনার আরও জানান, এ সময় হাতিরঝিল এলাকায়ও গাড়ি ঢুকতে দেয়া হবে না। থার্টিফার্স্ট নাইটে জঙ্গি হামলার কোনো হুমকি নেই। শনিবার সন্ধ্যা ৬টার পর ঢাকা মহানগরীর কোনো বার খোলা রাখা যাবে না। নিরাপত্তার স্বার্থে পোশাকে ও সাদা পোশাকে রাজধানীজুড়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।

Print Friendly and PDF