চট্টগ্রাম, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ , ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

২০২৪ সালের জানুয়ারির নির্বাচনে ফাইনাল খেলা হবে: কাদের

প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২২ ৭:৫৫ : অপরাহ্ণ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশের ফলাফল ছিল অশ্বডিম্ব। আজ ঢাকায় ৩৩ দল ৩৩টা ঘোড়ার ডিম পেড়েছে। ৩৩ দলের অশ্বডিম্ব।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, হামলার বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, খুনির বিরুদ্ধে এবং হাওয়া ভবনের বিরুদ্ধে।

তিনি বলেন, আন্দোলনে খেলা হবে, নির্বাচনে খেলা হবে। আগামী ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনে ফাইনাল খেলা হবে। আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে বিজয়ের বন্দরে পৌঁছাবে। সেদিন জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রস্তুত থাকবেন, সতর্ক পাহারায় থাকবেন। আমরা আক্রমণ করব না কিন্তু আক্রান্ত হলে ছেড়ে দেব না।

Print Friendly and PDF