চট্টগ্রাম, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ , ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সড়কের পাশে মিলল উসানু মারমার লাশ

প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২২ ৫:৫৭ : অপরাহ্ণ

বান্দরবানের রুমায় সড়কের পাশে উসানু মারমা নামে ৩৫ বছর বয়সী এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপু‌রে উপজেলার পাইন্দু ইউনিয়নের নিয়াক্ষ্যাংপাড়ার কা‌ছে সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত উসানু মারমা এলিম চান্দলাপাড়া এলাকার ক্যচিং মারমার ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার রাতে মদপান নিয়ে উসানু মারমার সঙ্গে অংসাইচিং মারমার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার মাথায় ইট দিয়ে আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই উসানু মারমা মারা যান।

স্থানীয়দের বরাত দিয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, নিয়াক্ষ্যাংপাড়ার কা‌ছে সড়কের পাশে রক্তাক্ত মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হত্যা মামলা করেন নিহতের বাবা। পরে অভিযুক্ত অংসাইচিং মারমাকে গ্রেপ্তার করা হয়।

Print Friendly and PDF