চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালী-কুমিল্লা-ভোলা থেকে এসে মেট্রোরেলে উঠতে না পেরে যাত্রীদের ক্ষোভ

প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২২ ১২:৫৪ : অপরাহ্ণ

দেশের প্রথম মেট্রোরেলের একাংশের উদ্বোধনের পর সাধারণ যাত্রী নিয়ে চলাচল শুরু হয়েছে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর)। সকাল থেকেই রাজধানীর আগারগাঁওয়ে উপচে পড়া ভিড় দেখা গেছে যাত্রীদের।

ঢাকার বাইরে থেকে অনেক যাত্রী নির্দিষ্ট সময়ের মধ্যে এসেও মেট্রোরেলে উঠতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন তাদের।

নোয়াখালী থেকে আগত এক যাত্রী ক্ষোভ জানিয়ে বলেন, মেট্রোরেলে চলার জন্য নোয়াখালী থেকে এসেছি। বেলা ১২টার সময় গেট বন্ধ হওয়ার কথা থাকলেও বেলা সাড়ে ১১টার সময় গেট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে আমরা ঢাকার বাইরে থেকে এসেও মেট্রোরেলে উঠতে পারিনি।

কুমিল্লা থেকে আগত একজন বলেন, নিরাপত্তার জন্য সেনাবাহিনী দেয়া উচিত। এখানে আনসার এবং পুলিশ দিয়ে হচ্ছে না।

এদিন সকাল ৮টার সময় মেট্রোরেলে জনসাধারণের চলার জন্য গেট খুলে দেয়া হয়। এরপর থেকেই টিকিট কেটে যাত্রীরা চলাচল শুরু করেন।

Print Friendly and PDF