চট্টগ্রাম, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ , ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে, ধীরগতির বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে: সিইসি

প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২২ ১:০৫ : অপরাহ্ণ

রংপুরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। তবে ধীরগতির বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন কমিশনে রংপুর সিটির ভোটগ্রহণ পর্যবেক্ষণের সময় এ কথা জানান তিনি। শান্তিপূর্ণভাবেই রংপুরের ভোট সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ সময় নির্বাচন কমিশনার বিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান জানান, রংপুরে মোট ১৮শ’ ৭টি সিসি ক্যামেরা দিয়ে ভোট পর্যবেক্ষণ করা হচ্ছে।

সূত্র: যমুনা টিভি

Print Friendly and PDF