চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চেনা যায় জনপ্রিয় এই অভিনেত্রীকে?

প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২২ ৫:৩৭ : অপরাহ্ণ

বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় এবং দর্শকপ্রিয় অভিনেত্রী। অসংখ্য নাটক ও টেলিফিল্ম উপহার দিয়েছেন। তাকে পছন্দ করেন না- এমন দর্শক মেলাও ভার। তার অভিনয়দক্ষতা সব সময়ই সবার নজর কেড়েছে।

কিন্তু তিনি আসলে কে? তিনি আর কেউ নন, তিনি মেহজাবিন চৌধুরী।

এ অভিনেত্রী সামাজিকমাধ্যমে নিয়মিত নিজের ভালো ও মন্দ লাগা- সবই শেয়ার করেন। সোমবার (২৬ ডিসেম্বর) তেমনই একটি ছবি পোস্ট করেছেন তিনি। যেটি বেশ কয়েক বছরের পুরোনো। সঙ্গে বর্তমান সময়ের ছবি কোলাজ করা।

ছবিটি শেয়ার করে মেহজাবিন জানান, এটি তার ছোট বেলার ছবি। ঐ সময় তিনি চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করতেন।

এ অভিনেত্রী ছবিটির ক্যাপশনে আরো লেখেন, আমার শৈশবের চুল কাটা, লেডি ডায়ানা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। তার এই দুষ্টু-মিষ্টি পোস্ট ও তার ছবিটি অনুরাগীদের নজর কেড়েছে। এর আগেও ছোটবেলার ছবি শেয়ার করে প্রশংসা কুড়িয়েছিলেন মেহজাবিন।

Print Friendly and PDF