চট্টগ্রাম, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচন চায় সরকার: তথ্যমন্ত্রী

প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২২ ৩:৪০ : অপরাহ্ণ

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপির অপরাজনীতি মোকাবিলা করা এখন সরকারের সামনের দিনগুলোতে বড় চ্যালেঞ্জ। কিন্তু সরকার তা শক্তভাবে মোকাবিলা করতে পারবে।

সোমবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, সরকার চায় দেশে ২০১৪ বা ১৮ সালের মত নির্বাচন না হোক।

একটি অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচন হোক সেটাই সরকার চায়।

তিনি আরও বলেন, কিন্তু বিএনপির নির্বাচন নিয়ে যে ভীতি তা দূর করার দায়িত্ব সরকারের না। তারা দীর্ঘদিন গণমানুষের কাছ থেকে দূরে থাকার কারণে নির্বাচন নিয়ে ভীতি তৈরি হয়েছে। কিন্তু আওয়ামী লীগ শক্তিশালী দল, ওয়াকওভার চাই না, খেলে জিততে চাই।

Print Friendly and PDF