চট্টগ্রাম, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের সব প্রান্তে উন্নয়নের ছোঁয়া পৌঁছে গেছে: স্থানীয় সরকারমন্ত্রী

প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২২ ১১:৪৬ : পূর্বাহ্ণ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। আমরা এখন আর ভিক্ষুকের জাতি নই। দেশে এখন আর কেউ না খেয়ে থাকে না। দেশের সব প্রান্তে উন্নয়নের ছোঁয়া পৌঁছে গেছে।

রোববার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌরসভার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই শেখ হাসিনার নেতৃত্বে মানুষের জীবন-মানের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে। দেশে শান্তি-শৃঙ্খলা আছে, মানুষ নিরাপদে তার গন্তব্যে পৌঁছাতে পারে।

পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ, জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমানসহ স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Print Friendly and PDF