চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

আদালতের সাহসী ভূমিকায় দেশে বিচারহীনতার সংস্কৃতি দূর হয়েছে: প্রধানমন্ত্রী

প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২২ ১২:১০ : অপরাহ্ণ

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ও একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারে আদালতের সাহসী ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের ইনডেমনিটি দিয়ে বিভিন্ন দূতাবাসে চাকরির ব্যবস্থা করে পুরস্কৃত করা হয়েছিল। আমরা ইনডেমনিটি বাতিল করে বিচার কাজ শুরু করি। যে দিন বিচারের রায়, সে দিন বিএনপি-জামায়াত হরতাল ডেকেছিল।

কিন্তু বিচারক কোনো কিছু মানেননি। সাহসের সঙ্গে রায় দিয়েছিলেন। ’

সোমবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুড়িশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের ৫৯তম সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘২০০৯ সালে যখন বঙ্গবন্ধুর খুনিদের বিচার ফের শুরু করি তখনও বাধা দেওয়া হয়। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের সময়ও বাধা আসে। কিন্তু আদালতে এ ক্ষেত্রেও সাহসী ভূমিকা রাখে। আমার কাছেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফোন দেওয়া হয়। ’

সূত্র: নিউজ২৪

Print Friendly and PDF