প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২২ ১১:৫৭ : পূর্বাহ্ণ
অনেক প্রতীক্ষার পর শুরু হল আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টা ২৫ মিনিটে সম্মেলনস্থলে উপস্থিত হন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলন উদ্বোধনের পর মঞ্চে বসেন শেখ হাসিনা।
সম্মেলনে দলের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করবেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্বাগত বক্তব্য দিয়েছেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম।
করোনা মহামারি ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে এবার অনেকটাই অনাড়ম্বর হচ্ছে সম্মেলন।
শনিবার সকাল ৭টা থেকে সম্মেলনে প্রবেশের গেট খুলে দেওয়া হয়। এর পর কাউন্সিলর ও ডেলিগেটরা মিছিল নিয়ে সম্মেলনস্থলে প্রবেশ করেন। সারা দেশের নেতাকর্মীদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান।