চট্টগ্রাম, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভোট দেয়ার সাংবিধানিক অধিকার আওয়ামী লীগ করে দিয়েছে: প্রধানমন্ত্রী

প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২২ ২:০৮ : অপরাহ্ণ

ভোট দেয়ার সাংবিধানিক অধিকার আওয়ামী লীগই করে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে বক্তৃতাকালে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, নির্বাচন কমিশনকে স্বাধীন করা হয়েছে। কমিশনের স্বাধীন আর্থিক সক্ষমতার ব্যবস্থা করে দিয়েছি। ভোট চুরির দুরভিসন্ধি থাকলে খালেদার আজিজ মার্কা কমিশন করতাম। আওয়ামী লীগের ওপর জনগণের আস্থা আছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবে আমি বঙ্গবন্ধু কন্যা মেনে নিতে পারি না। তাই চ্যালেঞ্জ নিয়েছিলাম নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের। জনগণকে ধন্যবাদ, নিজের টাকায় পদ্মাসেতু নির্মাণে সহায়তা করার জন্য। আওয়ামী লীগ কখনো দুর্নীতি করে টাকা কামাতে ক্ষমতায় আসেনি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আমরা সবসময়ই চাই বাংলাদেশ এগিয়ে যাক। প্রতিটি ক্ষেত্রকে ডিজিটাল ডিভাইসের আওতায় এনে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হবে।

Print Friendly and PDF