চট্টগ্রাম, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ , ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঘুরে দাঁড়িয়েছে জ্বালানি তেলের বাজার

প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২২ ৪:৩৩ : অপরাহ্ণ

রাশিয়ার প্রতি ব্যারেল তেলের মূল্য ৬০ ডলার বেঁধে দিয়েছে জি৭ভুক্ত দেশগুলো। এ প্রেক্ষাপটে জ্বালানি পণ্যটির উৎপাদন কমাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে ব্যারেলপ্রতি তেলের দাম বেড়েছে ৩ ডলার করে। অর্থাৎ আবার বিশ্ববাজার ঘুরে দাঁড়িয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের দর ঊর্ধ্বমুখী হয়েছে ২ দশমিক ৯৪ ডলার বা ৩ দশমিক ৬ শতাংশ। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৮৩ দশমিক ৯২ ডলারে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বৃদ্ধি পেয়েছে ২ দশমিক ০২ ডলার বা ২ দশমিক ৭ শতাংশ। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭৯ দশমিক ৫৬ ডলারে।

সবমিলিয়ে সাপ্তাহিক ভিত্তিতে গত অক্টোবরের পর চলতি সপ্তাহে উভয় বেঞ্চমার্কে দাম সবচেয়ে বেশি বেড়েছে। সমুদ্রপথে রাশিয়ার রপ্তানি করা প্রতি ব্যারেল তেলের মূল্যসীমা ৬০ ডলার নির্ধারণ করে দিয়েছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব।

পাল্টা জবাব হিসেবে ২০২৩ সালের শুরুতে ৫ থেকে ৭ শতাংশ জ্বালানি পণ্যটির উৎপাদন হ্রাস করতে পারে রাশিয়া। দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী আলেকজান্দার নোভাক এসব কথা বলেন। রুশ বার্তা সংস্থা আরআইএ এ নিয়ে ঢালাওভাবে প্রতিবেদন ছেপেছে।

আগের মাসের চেয়ে চলতি ডিসেম্বরে রাশিয়ার বাল্টিক অয়েল রপ্তানি ২০ শতাংশ কমতে পারে। ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) ও জি৭ভুক্ত দেশগুলো  রুশ তেলে নিষেধাজ্ঞা আরোপ করায় এ পরিস্থিতি সৃষ্টি হবে।

Print Friendly and PDF