প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২২ ১২:৪৯ : অপরাহ্ণ
আন্তর্জাতিক বাজারে দুই দিন ধরে নিম্নমুখী ছিল আকরিক লোহার দাম। তবে বুধবার (২১ ডিসেম্বর) ঘুরে দাঁড়িয়েছে শক্ত ধাতুটির মূল্য। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, চীনের অন্যতম সর্ববৃহৎ রিয়েল স্টেট কোম্পানি এভারগ্রান্ডি আবার প্রোপার্টি প্রকল্পে কাজ শুরু করার কথা জানিয়েছে। এ খবরে দেশটির সম্পত্তি তথা অবকাঠামো খাতে বিনিয়োগের সম্ভাবনা বেড়েছে। পাশাপাশি কঠিন ধাতুর ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তাতে লৌহ আকরিকের মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে।
এ প্রেক্ষাপটে চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী মে মাসের আকরিক লোহার সরবরাহ মূল্য বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ। প্রতি টন বিক্রি হয়েছে ৮১৩ ইউয়ানে (চীনা মুদ্রা)।
অন্যদিকে, সিঙ্গাপুর এক্সচেঞ্জ বেঞ্চমার্কে আসছে জানুয়ারির লৌহ আকরিকের চুক্তি মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে ১ দশমিক ৩ শতাংশ। প্রতি টন বিকিয়েছে ১১০ ডলার ৭০ সেন্টে (যুক্তরাষ্ট্রের মুদ্রা)।
ইস্পাত বেঞ্চমার্কেও দর ঊর্ধ্বমুখী হয়েছে। এছাড়া সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে রিবারের মূল্য বেড়েছে ১ দশমিক ১ শতাংশ।
এক শ্বাসপ্রশ্বাস বিশেষজ্ঞ বলেন, গত দুই সপ্তাহে চীনে কোভিড-১৯ নমুনা শনাক্ত বেড়েছে। বিশ্বজুড়ে আবার সংক্রমণ বাড়তে পারে। স্বাভাবিকভাবেই বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।