চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আর্জেন্টিনার জয়ে খোলা ট্রাকে উচ্ছ্বাস, শিশু-কিশোরসহ আটক ৯০

প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২২ ১২:২৮ : অপরাহ্ণ

চুয়াডাঙ্গায় খোলা ট্রাকে করে অনিরাপদভাবে আনন্দ উচ্ছ্বাস করায় শিশুসহ প্রায় ৮০ থেকে ৯০ আর্জেন্টাইন সমর্থককে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

রোববার (১৮ ডিসেম্বর) রাত দেড়টার দিকে শহরের মাথাভাঙ্গা ব্রিজের ওপর থেকে ট্রাকসহ তাদের আটক করে পুলিশ। তারা সবাই জেলার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রাম থেকে একটি খোলা ট্রাকে করে প্রায় ৮০ থেকে ৯০ জন শিশু-কিশোর উচ্ছ্বাস করছিল। তারা সবাই আর্জেন্টাইন সমর্থক। তাদের বয়স ৭ বছর থেকে ১৮ বছরের মধ্যে। ট্রাক চালকও অপ্রাপ্ত বয়স্ক। কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে তাদেরকে জিম্মায় নেয়া হয়। পরে ওই শিশু-কিশোরদের তাদের পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, আনন্দ করতে কোনো বাধা নেই, সেটা অবশ্যই নিরাপদভাবে করতে হবে। জীবনের ঝুঁকি নিয়ে ছোট ছোট শিশু-কিশোরদের নিয়ে খোলা ট্রাকে উচ্ছ্বাস করার সময় আমার নজরে এলে আমি আটক করে জিম্মায় নেই। পরে রাতেই শিশু-কিশোরদের তাদের পরিবারের জিম্মায় দেয়া হয়।

Print Friendly and PDF