চট্টগ্রাম, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ , ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির নয়া পল্টনের অফিস তল্লাশি নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২২ ৩:০৬ : অপরাহ্ণ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিএনপি অফিসে তাজা বোমা, ক্যাশ টাকা, লাঠি সোটা, বস্তায় বস্তায় চাল পাওয়া গেছে, সেখানে তল্লাশি হবে সেটাই স্বাভাবিক।

সোমবার (১৯ ডিসেম্বর) সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপি অফিসে তল্লাশি নিয়ে অতিরঞ্জিত বক্তব্য রাখছে বিএনপি নেতারা। এটি নিয়ে তাদের অভিযোগ সঠিক নয়।

তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের কথা বলছে বিএনপি। এমন সংস্কারের মাধ্যমে তারা আবার জিয়াউর রহমানের মার্শাল ল চায় কিনা সেটাই প্রশ্ন।

তিনি বলেন, মার্কিন প্রশাসনসহ বিশ্ব নেতারা যখন বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছে, এই পরিস্থিতিতে বিএনপি যখন রাষ্ট্র সংস্কারের কথা বলে তখন মানুষ ভাবে, আবারও বিএনপি দেশে মার্শাল ল ফিরিয়ে আনার পক্ষে।

Print Friendly and PDF