চট্টগ্রাম, শনিবার, ১২ অক্টোবর ২০২৪ , ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দেশ ধ্বংসকারীদের মুখে গণতন্ত্রের কথা মানায় না: কাদের

প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২২ ১:১৪ : অপরাহ্ণ

এই দেশকে যারা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।

সোমবার (১৯ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে শৃঙ্খলা উপ-কমিটির প্রস্তুতি সভায় একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তার দাবি, রাষ্ট্রকে মেরামত করছে আওয়ামী লীগ। বিএনপির কর্মসূচি দিলে অসুবিধা নাই বলেও মন্তব্য করেন, ওবায়দুল কাদের।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়াতে সুশৃঙ্খল কর্মীবাহিনী প্রয়োজন। তাই দলের সব নেতাকর্মীদের সুশৃঙ্খল হওয়ার আহবান জানান তিনি। তার আশা, সম্মেলনের আয়োজন সাদামাটা হলেও উপস্থিতি অতীতের সব রেকর্ড ছাপিয়ে যাবে।

Print Friendly and PDF