চট্টগ্রাম, শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিসেম্বরে শৈত্যপ্রবাহের পাশাপাশি হতে পারে বৃষ্টি

প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২২ ১২:০২ : অপরাহ্ণ

প্রকৃতিতে বইছে হিমেল হাওয়া। ঘন কুয়াশায় ঢাকা উত্তরের জনপদ দিনাজপুর। পৌষ আসতেই এই অঞ্চলের তাপমাত্রা নিম্নমুখী।

বেলা বাড়লেও শীত ভেদ করে সূর্যের প্রখরতা খুব একটা ছড়ায় না। হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। খেটে খাওয়া মানুষ যেতে পারছেন না কাজে।

ঋতু পরিবর্তনে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া রোগে আক্রান্ত মানুষ। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রতিদিন ৬০ থেকে ৭০ জন নতুন রোগী ভর্তি হচ্ছেন। এদেরমধ্যে বেশি রয়েছে শিশু। পর্যাপ্ত শয্যা না থাকায় মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের।

আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের আবহাওয়া সহকারী আসাদুজ্জামান বলেন, এ মাসেই শৈত্যপ্রবাহের পাশাপাশি হালকা বৃষ্টিপাত হতে পারে।

কয়েকদিনের মধ্যে তাপমাত্রা ১০ ডিগ্রিতে নেমে আসবে বলে আশঙ্কা আবহাওয়া অফিসের।

সূত্র: চ্যানেল২৪

Print Friendly and PDF