চট্টগ্রাম, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ , ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২২ ১২:৩৮ : অপরাহ্ণ

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তিনি এ ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন। বিটিভিসহ বিভিন্ন টেলিভিশন ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।

প্রধানমন্ত্রীর এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন, তাদের ফেসবুক পেজসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে সম্প্রচার করা হবে।

বাংলা নববর্ষ উপলক্ষে গত ১৩ এপ্রিল সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Print Friendly and PDF