চট্টগ্রাম, শনিবার, ১২ অক্টোবর ২০২৪ , ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রোজার পণ্য আমদানি সহজ করার নির্দেশ

প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২২ ৬:২৯ : অপরাহ্ণ

রোজায় ব্যবহৃত পণ্যের সরবারহ বৃদ্ধি ও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ঋণপত্র (এলসি) খোলা সহজ এবং নগদ মার্জিন হার কমিয়ে আনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (১১ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সার্কুলার জারি করেছে। ইতোমধ্যে তা সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, ঋণপত্র খুলতে নগদ মার্জিনের হার ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে হবে। যাতে এলসি খোলা সহজ ও খরচ কমে আসে।

ঈদ সামনে রেখে বাজারে যেন নিত্যপণ্যের সরবারহ বৃদ্ধি এবং দাম সহনীয় থাকে, সেজন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। রোজায় ব্যবহৃত পণ্যের তালিকায় রয়েছে ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেয়াজ, মসলা, চিনি, খেজুর প্রভৃতি।

এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বহাল থাকবে। তবে এর আগে জারি সার্কুলারে অন্যান্য পণ্য আমদানির ক্ষেত্রে উল্লেখিত শর্ত ঠিক থাকবে।

Print Friendly and PDF