চট্টগ্রাম, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বি এন পি -জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে নগরীর নিউ মার্কেট মোড়ে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল। 

প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২২ ৭:০০ : অপরাহ্ণ

সালাহ উদ্দীন কাদের: সারাদেশে বিএনপি’র-জামাতের অব্যাহত ষড়যন্ত্র ও সন্ত্রাস,  নৈরাজ্য, অগ্নিসংযোগ, পুলিশের উপর হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আজ বিকাল ৪টায়   নগরীর জিপিও মোড় চৌধুরী টাওয়ার  সামনে থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু র উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  হয়ে নিউ মার্কেট আওয়ামী লীগের দলীয় ক্যার্যলয়ের সামনে আম তল মোড় হয়ে কোতোয়ালী মোড় ঘুরে পুনরায় জিপিও মোড়ে  যুবলীগ নেতা মারুফ আহমেদ সিদ্দিকীর  সভাপতিত্বে ও মারুফুল ইসলাম মারুফের সঞ্চালনায়  সমাবেশে মিলিত  হয়। সমাবেশ  এসময় আরও বক্তব্য রাখেন নগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু,সুফিউর রহমান টিপু,নূরনবী পারভেজ,মোঃ লোকমান,রায়হান নেওয়াজ সজীব,মোঃ ইমতিয়াজ বাবলা, ফরহাদ আব্দুল্লাহ,মোঃ ইসমাঈল,সাজ্জাদ আলী জুয়েল,সারোয়ার আলম,মোঃ সাজিবুল ইসলাম সজিব,,মনিরুল হক,মোঃ এমরান,রতন কান্তি দাশ,মোঃ কায়সার,মোঃ কিরণ,রমজান আলী,আবু নাছের জুয়েল,মোমিনুল হক মাসুম,ফরহাদ আহমেদ সিফাত,মো: শোয়েব,মোঃ আরাফাতমোঃ শহিদুল্লাহ্ শহিদমোঃ রাসেদ,মামুন ভুঁইয়া,মোঃ জাবেদ,মোঃ মাকসুদুর রহমান,আলাউদ্দিন সোহেল,হৃদয় কুমার দাশ,আজাদ খান,সৈয়দ হোসেন,মোঃ নাসির,মোঃ জসিম,মোঃ তারেকুল ইসলাম,আকবর জুয়েল,সৈয়দ সুলতান ফাহিম,ইফতেখার উদ্দিন ইফতি,হারুনুর রশীদ সামিউল,নুর ইসলাম রিয়াদ,মোঃ আবসার,বিনয় দে,সৌরেন বড়ুয়া রিও আরজু রফিক,নজরুল ইসলাম টিপু, আজাদ, , বাবুল , রনি, দিদার,  রাসেল,এরশাদ,রুবেল,

সুমন,পলাশ চক্রবর্তী,মামুন হোসেন আবির,সজীব কান্তি দাশ,মোঃ ইমরান,ছৈয়দ নুর,এনাম,ওমর শরীফ,রায়হান সামিন,সাকিব, রুহান,রাজা শাহ্ প্রমুখ।

সমাবেশে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু বলেন,বিএনপি সমাবেশের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করতে গিয়ে নিজেরাই পদত্যাগ করেছে।
এই পদত্যাগের মধ্য দিয়ে সংসদের কোনো ক্ষতি হবে না। এই পদত্যাগের ফলে বিএনপির ক্ষতি হবে। সাত সংসদ সদস্য পদত্যাগ করায় এখানে নিয়মানুযায়ী উপনির্বাচন হবে। এতে বিএনপি সংসদে কথা বলার সুযোগ হারাবে।

Print Friendly and PDF