প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২২ ৪:১৪ : অপরাহ্ণ
একটি দলের কথায় ইসি পদত্যাগ করবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। রোববার (১১ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
এ সময় বিএনপি দলীয় ৭ সংসদ সদস্যের পদত্যাগ প্রসঙ্গে কমিশনার মো. আলমগীর বলেন, গেজেট প্রকাশের পর ব্যবস্থা নেবে কমিশন। বিএনপি ইভিএমের ওপর অনাস্থা এনেছে। সুষ্ঠু নির্বাচনের জন্য সব কিছু বিবেচনা করেই কাজ করছে ইসি।
বাংলাদেশে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে উল্লেখ করে এই নির্বাচন কমিশনার জানান, সবাই ইভিএম বাতিল চাইলে প্রক্রিয়া অনুযায়ী বাতিল করা হবে। গণতন্ত্র অনুযায়ী সংখ্যা গরিষ্ঠের মত নিতে হবে।