চট্টগ্রাম, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ , ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ফাঁকা ঢাকায় শুরু বাস চলাচল

প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২২ ৫:২২ : অপরাহ্ণ

বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে রাজধানী জুড়ে বাড়তি নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রবেশমুখগুলোতে চলছে পুলিশের কড়া তল্লাশি। যার ফলে রাজধানীতে প্রায় বন্ধ রয়েছে সবধরণের গণপরিবহন।

দুপুরের পর বিএনপির সমাবেশ শেষ হলে শুরু হয় বাস চলাচল। রাজধানীর সায়েদাবাদ টার্মিনাল থেকে শনিবার সকালে কোনো বাস না ছাড়লেও দুপুর আড়াইটা থেকে টার্মিনাল থেকে ছেড়ে যায় বাস।

ওই সময় সমাবেশে আসা বিএনপির অসংখ্য নেতা-কর্মীকে বাসে উঠে নিজ নিজ গন্তব্যে চলে যেতে দেখা যায়।

পরিবহন মালিক সমিতির দাবি, সকাল থেকে যাত্রীর অভাবে বাস ছাড়ে নি। তবে ঢাকায় বাস বন্ধের কোনো সিদ্ধান্ত নেই বলে দাবি করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

তিনি জানান, মালিকরা হয়তো আতঙ্কের কারণে গাড়ি কম চালাচ্ছেন। যাত্রী না থাকায় দূরপাল্লার বাস বন্ধ থাকতে পারে বলেও মনে করেন তিনি।

এদিকে পুলিশ জানিয়েছে, পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষনিক নজরদারি চলছে। পুরো রাজধানীকে নিয়ে আসা হয়েছে নিরাপত্তা বেষ্টনিতে। বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে মাঠে কাজ করছে গোয়েন্দা পুলিশসহ র‍্যাব।

Print Friendly and PDF