চট্টগ্রাম, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ , ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের তল্লাশি, ‘সন্দেহজনক’ ৬ জন আটক

প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২২ ১০:৫১ : পূর্বাহ্ণ

বিএনপির ঢাকার গণসমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে সড়ক ও মহাসড়কের সাতটি স্থানে অবস্থান নিয়েছে পুলিশ।  আটক করা হয়েছে সন্দেহভাজন ছয় জনকে।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকার চেকপোস্টে বাস তল্লাশি করে তাদের আটক করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, আমরা সকাল থেকে সন্দেহজনক ছয়জনকে আটক করেছি। তাদের বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এদিকে শনিবার বেলা ১১টায় সমাবেশ শুরুর আগে ভোর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা যোগ দেন সমাবেশে। দলটির নেতাকর্মীরা মাঠ ছাড়িয়ে আশপাশের সড়কে অবস্থান নেন। তাদের মিছিল আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

Print Friendly and PDF