চট্টগ্রাম, রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪ , ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় সতর্ক অবস্থানে আ. লীগ; দলীয় কার্যালয় ঘিরে নেতাকর্মীদের ভিড়

প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২২ ৪:৩৮ : অপরাহ্ণ

বিএনপির যেকোনো অপতৎপরতা রোধে শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাড়া মহল্লায় পাহারায় থাকবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কোনো ধরনের নাশকতার চেষ্টা করলে সমুচিত জবাব দেয়া হবে বলে হুুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে সমবেত হয়েছেন দলটির নেতাকর্মীরা। সেখানেই এই হুঁশিয়ারি দেন তিনি।

এছাড়া, বিশ্ববিদ্যালয় এলাকা, হাইকোর্ট মোড়, ধানমণ্ডি ও মিরপুরসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীরা। বিএনপিবিরোধী স্লোগানে মুখর তারা।

Print Friendly and PDF