চট্টগ্রাম, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ , ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাগরে সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় ‘ম্যান্দোস’, ২ নম্বর সংকেত

প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২২ ১০:৫৭ : পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শক্তিশালী হয়ে অবশেষে ঘূর্ণিঝড় ‘ম্যান্দোসে’ রূপ নিয়েছে। ফলে সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সংকেত নামিয়ে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ভোরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-৪) এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঘূর্ণিঝড়টি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে বাংলাদেশ থেকে দেড় হাজার কিলোমিটার দূর দিয়ে ভারতের স্থলভাগ অতিক্রম করতে পারে।

ফলে ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব বাংলাদেশে পড়ার আশঙ্কা নেই।

ঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ম্যান্দোস নামটি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আরবি ম্যান্দোস অর্থ হলো গয়না বা ধনদৌলতের বাক্স। এর আগে সবশেষ বাংলাদেশে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। এর প্রভাবে উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

Print Friendly and PDF