চট্টগ্রাম, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাজিল-আর্জেন্টিনার সেমিফাইনালে ওঠার লড়াই কাল

প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২২ ১১:০৭ : পূর্বাহ্ণ

কাতার বিশ্বকাপ নিয়ে আগ্রহের কমতি নেই বাংলাদেশি ফুটবল সমর্থকদের মধ্যে। সেই আগ্রহ চরমে পৌঁছে ল্যাটিন আমেরিকার দুই দল ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ ঘিরে। সমগ্র দেশ ভাগ হয়ে যায় দুই দলে। প্রিয় দলকে এগিয়ে রাখতে তর্কে-বিতর্কে জমে উঠে চা’য়ের আড্ডা।

সেই দুই দলের সেমিফাইনালে ওঠার লড়াই কাল। শুক্রবার রাতে ভিন্ন ম্যাচে কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা।

শুক্রবার রাতের প্রথম ম্যাচে মাঠে নামবে রেকর্ড পাঁচবারের বিশ্বকাপ জয়ী দল ব্রাজিল। তাদের প্রতিপক্ষ সবশেষ বিশ্বকাপের রানার্সআপ দল ক্রোয়েশিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

অন্যদিকে শুক্রবার গভীর রাতে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। ম্যাচে তাদের প্রতিপক্ষ এখন পর্যন্ত তিনবার বিশ্বমঞ্চে ফাইনাল খেলা নেদারল্যান্ডস। শুক্রবার দিবাগত রাত ১টায় মাঠে গড়াবে ম্যাচটি।

বিশ্বকাপ থেকে তিন ধাপ দূরে রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। দু’দলেরই লক্ষ্য এ ম্যাচ জিতে পরের রাউন্ডে পা রাখা। নেইমারদের লক্ষ্য মিশন হেক্সা। অন্যদিকে আর্জেন্টিনার লক্ষ্য এ ম্যাচ জিতে শিরোপার দিকে পা বাড়ানো। সেই সাথে তিন যুগের শিরোপা আক্ষেপ ঘোচানো। মেসি ভক্তরাও মুখিয়ে আছেন কিংবদন্তী মেসির হাতে একটি বিশ্বকাপ শিরোপা দেখার। কেননা এটিই হতে যাচ্ছে মেসির শেষ বিশ্বকাপ।

মেসির শেষ বিশ্বকাপ বলেই আর্জেন্টিনার ফুটবলাররাও চায় একটা শিরোপা জিততে। মেসির হাতে একটা শিরোপা তুলে দিতে এক হয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। শিরোপার পথে এগিয়ে যাচ্ছে একটু একটু করে। তবে সে পথে কাল মেসিদের ডিঙাতে হবে ডাচ বাধা।

Print Friendly and PDF