চট্টগ্রাম, রোববার, ৮ ডিসেম্বর ২০২৪ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি মানুষের পাশে দাঁড়ায় না, মানুষ পোড়ায়: তথ্যমন্ত্রী

প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২২ ১:৫৫ : অপরাহ্ণ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি মানুষের পাশে দাঁড়ায় না, মানুষ পোড়ানোর রাজনীতি করে। বিএনপি হচ্ছে শীতের অতিথি পাখি, নির্বাচন এলেই তাদের দেখা যায়। দুঃসময়ে দেশের মানুষ বিএনপিকে পায় না।

বুধবার বিকেলে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, আগামী ১০ তারিখ বিএনপি ঢাকায় সমাবেশ ডেকেছে। উদ্যান নয়, তাদের পছন্দ রাস্তা। কারণ তারা রাস্তায় নেমে যানবাহনে আগুন দিতে পারে। মানুষ পোড়ানোই হচ্ছে বিএনপির রাজনীতি।

তিনি আরো বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। ১৪ বছরে বদলে গেছে দেশ। কিন্তু বিএনপি এই উন্নয়ন দেখতে পায় না, কারণ দেশের উন্নয়ন তাদের সহ্য হয় না। অপরদিকে শেখ হাসিনার সরকার উন্নয়নে বিশ্বাস করে। আগামী নির্বাচনে জনগণ আবারো আওয়ামী লীগকে ভোট দিয়ে দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে।

মন্ত্রী বলেন, লক্ষ-কোটি টাকার অভূতপূর্ব উন্নয়নে পর্যটন নগরী কক্সবাজার আমূল বদলে গেছে। বিদেশি পর্যটকরা এসে কক্সবাজারকে চিনতে পারেন না। শেখ হাসিনার সরকার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করেছে। চট্টগ্রামমুখী কক্সবাজার সড়ক আধুনিক হচ্ছে। আগামী বছর এই পর্যটন নগরীতে ট্রেন আসবে।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রমুখ।

এর আগে, দুপুর ১২টার দিকে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়।

Print Friendly and PDF