চট্টগ্রাম, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ , ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

জনগণের ভোট আ. লীগ চুরি করে না, সংরক্ষণ করে: প্রধানমন্ত্রী

প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২২ ২:০৪ : অপরাহ্ণ

জনগণের ভোট আওয়ামী লীগ চুরি করে না, তা সংরক্ষণ করে; এ কথা বলেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সাথে সহযোগী সংগঠনের বৈঠকে এ কথা বলেন তিনি। বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন শেখ হাসিনা।

এ সময় সরকার প্রধান বলেন, বিএনপি যে অত্যাচার করছে, গুণে গুণে তার জবাব দিতে পারতো আওয়ামী লীগ। তবে আওয়ামী লীগ তা করেনি। কারণ আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না।

এ সময় তারেক রহমানের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, রাজনীতি করার এতোই শখ থাকলে দেশের বাইরে পালিয়ে আছে কেনো? সাহস থাকলে দেশে আসে নাই কেন।

চাল-ডাল দিয়ে খিচুড়ি খাইয়ে সরকার উৎখাত করবে, তা এতো সহজ নয় বলে এ সময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, এবার যে হাত আঘাত করতে আসবে, সে হাত ভেঙে দিতে হবে। বারবার আঘাত দেবে, আর আমরা চুপ করে বসে থাকবো, তা হবে না। বসে থাকলে চলবে না, আর মার খাওয়া যাবে না।

তারেক রহমানকে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করতে যুক্তরাজ্যের সাথে কথা বলবেন বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Print Friendly and PDF