চট্টগ্রাম, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ , ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাস্তা বন্ধ করে সমাবেশ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২২ ১:৫৭ : অপরাহ্ণ

রাস্তাঘাট বন্ধ করে বিএনপি সমাবেশ করলে, আইন রক্ষায় যা করার সরকার তাই করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয় সরণিতে ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর শাখা  উদ্বোধন অনুষ্ঠান শেষে এসব বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপির সমাবেশে সরকার বাধা দিচ্ছে না, তারা রাজনীতি করবে, কমিটমেন্ট প্রচার করবে। তবে দেশের নিয়ম মেনে করতে হবে।

তিনি বলেন, ১০ ডিসেম্বর রাস্তাঘাট বন্ধ করে বিএনপি সমাবেশ করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবে।

পল্টনে বসে বিএনপি রাষ্ট্র পরিচালনা করতে চায় উল্লেখ করে মন্ত্রী বলেন, এমনটি করলে সরকার ব্যবস্থা নিবে। মানবাধিকার প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্য যেকোনো দেশের চেয়ে বাংলাদেশের মানবাধিকার ভালো।

Print Friendly and PDF