প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২২ ১২:২৪ : অপরাহ্ণ
ঘূর্ণিঝড় মান্দাসের নামকরণ করেছে সংযুক্ত আরব আমিরশাহী। মান্দাসের আরবি ভাষায় অর্থ হলো ভেলা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গেলে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তখন তার নাম হবে মান্দাস।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, মান্দাসের প্রভাব বাংলাদেশে তেমন পড়বে না। আজ বুধবার রাত থেকেই ভারতের তামিলনাডু, পুদুচেরি করাইকাল এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে এর কিছুটা প্রভাব পড়তে শুরু করবে।
এদিকে আগামী বৃহস্পতি কিংবা শুক্রবারের মধ্যে এটি তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলের দিকে আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড়টির গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৮০-১০০ কিলোমিটার।