চট্টগ্রাম, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ের আগে যৌন সম্পর্ক স্থাপন না করার আইন পাস করলো ইন্দোনেশিয়া

প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২২ ৩:০৫ : অপরাহ্ণ

বিয়ের আগে যৌন সম্পর্ক স্থাপন না করার আইন পাস করেছে ইন্দোনেশিয়ার পার্লামেন্ট। মঙ্গলবার দেশটির পার্লামেন্ট নতুন এই আইনের অনুমোদন দিয়েছে। নতুন আইন অনুযায়ী কেউ বিয়ের আগে যৌন সম্পর্ক স্থাপন করলে এক বছরের জেল দেওয়া হবে। খবর বিবিসি

তবে নতুন এই আইনের সমালোচনা করা হয়েছে। চলতি সপ্তাহে এ আইনের বিরোধিতা করে জার্কাতার পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করে বিক্ষোভকারীরা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী তিন বছরের মধ্যে নতুন এই আইন কার্যকর করা হবে না। শুধু তাই নয় নতুন আইনে রাষ্ট্রপতি এবং রাষ্ট্রীয় মতাদর্শের বিরুদ্ধে কেউ কটূক্তি করলে তার বিরুদ্ধেও শান্তির বিধান রাখা হয়েছে।

এই আইন ইন্দোনেশিয়ার নাগরিকদের পাশাপাশি বিদেশিদের ক্ষেত্রে প্রয়োগ করার বিধান রাখা হয়েছে। নতুন এই আইনে বেশকিছু নীতির কথা বলা হলেও অবিবাহিত দম্পতিদের একসঙ্গে বসবাস এবং যৌন সম্পর্ক স্থাপনকে অবৈধ বলা হয়েছে।

এই আইন পাস হওয়ার ফলে যদি কেউ বিবাহ বর্হিভূত যৌন সম্পর্ক স্থাপন করে থাকেন তাহলে তার বিরুদ্ধে তার বাবা-মা এবং অন্য কেউ অভিযোগ জানাতে পারবে। তাহলে তাকে যেনা করার অপরাধে জেলে নেওয়া হবে।

Print Friendly and PDF